LATEST UPDATE

মায়ের সামনেই শিশুর মৃত্যু

ভোপাল ১১ মে (এ.এন.ই): নিজ চোখের সাম্নেই সন্তানের মৃত্যু দেখলে মা। ঘটনাটি ঘটে শুক্রবার ভোপালের আওয়াধপুরী এলাকার শিব সংগ্রাম নগরে। ঘটনার বিবরণে জানা গেছে, শিশুটির মা গত মাসেই আর এক সন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার হওয়ায় ঘরেই শুয়ে ছিলেন তিনি। শিশুটির বাবা রাতে কাজ থেকে ফিরে ছেলের খোঁজ নিলে হুঁশ ফেরে পরিবারের। ওই মহিলা বাইরে বেরিয়ে দেখেন প্রায় ৩০০ মিটার দূরে তাঁর ছেলেকে ঘিরে ধরেছে কয়েকটি সারমেয়। কার্যত ছেঁড়াছেঁড়ি শুরু করে দেয় তারা। বেহুঁশ হয়ে পড়ে ছেলেটি। ওই মহিলা চিত্কার করে লোক জড়ো করলে এলাকা ছেড়ে পালায় সারমেয়রা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।


আরো পড়ুন

Advertisement