LATEST UPDATE

পুলওয়ামার সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ২ জঙ্গি

কাশ্মির ১৬ মে (এ.এন.ই): পুলওয়ামার ডালিপোরা এলাকায় বৃহস্পতিবার সকালে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হল ২ জঙ্গি। শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। জানা গেছে, এদিন সকালে এলাকায় তল্লাশি চলাকালিন রাষ্ট্রিয় রাইফেলস, সিআরপিএফ ও রাজ্য পুলিসের উপর আচমকা জঙ্গিরা গুলির চালায়। জঙ্গিদের গুলির জবাবে পাল্টা গুলি চালায় জওয়ানরা। তাদের মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। লড়াইয়ে নিহত হয় ২ জঙ্গি। আবার জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয় ২ জওয়ান আর শহিদ হয়েছেন ১ জওয়ান। এদিকে জঙ্গিরা কোন দলের সদস্য তা অবশ্য এখনও স্পষ্ট নয়। 

আরো পড়ুন

Advertisement