LATEST UPDATE

আজ উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফল প্রকাশিত, পাশের হার ৮৮.৯৬%

আগরতলা ২১ মে (এ.এন.ই): মঙ্গলবার সকালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফল প্রকাশিত হয়। সকাল ৯টায় পর্ষদ ভবনে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ফল ঘোষণা করা  হয়।  জানা গেছে, সকাল ১০টায় পর্ষদের  নিজেস্ব ওয়েবসাইটে পরীক্ষার্থীরা  তারা নিজ ফলাফল জানতে পারে। এবছরে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফলাফল গত বছরের তুলনায় অনেকটাই ভালই হয়েছে বলে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। এবছর পাশের হার ৮৮.৯৬%। আর গত  বছর ছিল ৮৪.৩১%। এবছর প্রথম স্থান অধিকার 'করেছে নেতাজী সুভাষ বিদ্যানিকেতন স্কুলের ছাত্র নীলাঞ্জন দেব। তার মোট প্রাপ্ত নম্বর ৪৮৫। দ্বিতীয় স্থান অধিকার করেছে আকাশ মজুমদার। সসে বিলোনিয়া গভঃ ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৭২। তৃতীয় হয়েছে অর্ণব চৌহান, শিশুবিহার স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৭১। চতুর্থ স্থান দখল করেছে আবির দেবনাথ, শিশুবিহার স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৭০। পঞ্চম শুভম বনিক, উমাকান্ত একাডেমী। তার প্রাপ্ত নম্বর ৪৬৯। ষষ্ট  স্থান দখল করেছে সাগর পাল। সসে  উমাকান্ত একাডেমী  স্কুলের ছাত্র। তার মোট প্রাপ্ত নম্বর ৪৬৭। সপ্তম  স্থান দখল করেছে সুপ্রতীম দত্ত, উমাকান্ত একাডেমী স্কুলের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৬৬। অষ্টম হয়েছেন  পল্লব দেবনাথ। বিবি ইনস্টিটউশন স্কুলের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৬৪, নবম বিরাট দেবনাথ। গোল্ডেনভ্যালী এইচ.এস  স্কুলের ছাত্র, কৃষেন্দু সাহা, উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল, বিস্মিতা ধর, ধর্মনগর গভঃ এইচ.এস স্কুল এই তিনজনের প্রাপ্ত নম্বর ৪৬৩ এবং দশম পুনিত দেবনাথ,  চন্দ্রপুর গভঃ এইচ.এস  স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৬২। 

আরো পড়ুন

Advertisement