20.06 C
Cloudsএই খবরের কোনো ভিডিও নেই |

দুটি পদক ভারতবর্ষে নিয়ে আসেন পি.ভি.সিন্ধু

খেলাAug. 2, 2021, 9:33 p.m.

আগরতলা, ০২/০৮/২০২১ (এ.এন.ই প্রতিনিধি):-  পরপর দুটি পদক ভারতবর্ষে নিয়ে আসেন পি ভি সিন্ধু। সিন্ধু সুশীল কুমারের পরে দেশের ২য় প্রথম মহিলা ভারতীয় ক্রীড়াবিদ যিনি ২টি পৃথক অলিম্পিকে পদক জিতেছেন। সিন্ধু অলিম্পিক গেমসে ব্যাক টু ব্যাক পদক জেতার জন্য চতুর্থ মহিলা একক খেলোয়াড়ের মধ্যে একজন। রিও অলিম্পিকে মহিলা একক ব্যাডমিন্টন রৌপ্য জিতেছিলেন সিন্ধু। টুইটারে একের পর এক বিস্ময়কর সাফল্যের প্রশংসার ঝর উঠেছে সারা সোশ্যাল মিডিয়াতেই। ভারতের প্রধান মন্ত্রী ও তাকে সুভেছা যানায়। ক্রিকেটাররা থেকে বলিউড তারকারাও এতে যোগ দেন। পুসারলা ভেঙ্কটা সিন্ধু যে পরিচিত পি.ভি.সিন্ধু নামেই, তার জন্ম হয় ৫ জুলাই ১৯৯৫ হায়দ্রাবাদ, ভারতের অন্ধ্র প্রদেশে।  তিনি আট বছর বয়স থেকেই ব্যাডমিন্টন খেলতে শুরু করেন সেকেন্দ্রাবাদের ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিগন্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশনের ব্যাডমিন্টন কোর্টে মেহবুব আলীর নির্দেশনায় তিনি খেলার প্রাথমিক বিষয়গুলি শিখেছিলেন।

সিন্ধু বেশ কয়েকটি শিরোপা জিতেছে তার ১০ বছরের বয়সী বিভাগে তিনি ডাবলস বিভাগে ৫তম সার্ভো অল ইন্ডিয়ার চ্যাম্পিয়নশিপ এবং অম্বুজা সিমেন্ট অল ইন্ডিয়ার একক শিরোপাও জিতেছেন পি.ভি.সিন্ধু। ১৩ বছরের বয়সী বিভাগে, তিনি পন্ডিচেরির সাব-জুনিয়র্সে একক শিরোপা জিতেছেন, কৃষ্ণ খাইতান অল ইন্ডিয়া টুর্নামেন্ট আইওসি অল ইন্ডিয়ার সাব-জুনিয়র ন্যাশনালস এবং পুনেতে অল ইন্ডিয়ার ডাবলস শিরোপা জিতেছেন। তিনি ভারতের ৫১তম জাতীয় রাজ্য গেমসে অনূর্ধ্ব- ১৪ দলের স্বর্ণপদকও জিতেছিলেন। আগামীতে তিনি আশা রাখেন আরো সাফল্যর।
পক্ককপাতিত্ব নয়, সোজা সাপ্টা খবর |

© Copyright, 2021 Agartala News Express. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.