এসি স্টেডিয়ামে বসে দেখা হবে ফুটবল বিশ্বকাপ
Apr 05, 2022ত্রিপুরা, ০৫/০৪/২০২২ (এ.এন.ই প্রতিনিধি):- বিশ্বকাপ (World Cup) ফুটবলের (Football) ইতিহাসে প্রথমবার ফুটবল খেলা হবে শীতে! কাতারে জুন ও জুলাইতে গড় তাপমাত্রা থাকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাই ফুটবল মহাযজ্ঞের আসর বসবে নভেম্বর -ডিসেম্বরে। তখনও তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে কাতারে। তাই কাতার নিজেদের ফুটবল স্টেডিয়ামগুলো (AC Stadium) ঠাণ্ডা করার ব্যবস্থা করেছে। যা প্লেয়ারদের এবং দর্শকদের স্বস্তি দেবে। তারা নিজেদের আটটি স্টেডিয়ামে (Stadium) এয়ার কন্ডিশানিংয়ের (AC Stadium) ব্যবস্থা করেছে। ডক্টর সৌদ আব্দুল আজিজ ঘানি কাতারের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যার ডাকনাম ডক্টর কুল তিনি এই পুরো বিষয়টায় নেতৃত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন,‘‘আমরা দর্শকদের জন্য বাতাস পরিষ্কার করছি, উদাহরণ হিসেবে যাঁদের অ্যালার্জি আছে তাঁদের যাতে আমাদের স্টেডিয়ামে কোনও অসুবিধা না হয় যাতে তাঁরা নিঃশ্বাস নেওয়ার জন্য পরিষ্কার ও বিশুদ্ধ বাতাস পান। কুলিং টেকনোলজি হবে সৌরশক্তি ব্যবহার করে। তিনি জানান, এয়ার সার্কুলেশন টেকনিক ব্যবহার করে কুল হওয়া ফিল্টার বাতাসই শুধুমাত্র স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে।