রেগার প্রায় ৮০ হাজার টাকা ব্যয়্যে লাগানো মরিচ খেত! ঘটনা উওর ব্রজপুরে
May 13, 2022চরিলাম, ১৩/০৫/২০২২ (এ.এন.ই প্রতিনিধি):- ঘটনাটি ঘটেছে চরিলাম বিধানসভার উওর ব্রজপুরে। ঘটনার বিবরণে জানা যায় চড়িলাম বিধানসভার উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পার্থ সাহার একটি ভূমি সমতল করার ওয়ার্ক অর্ডার ইস্যু হয় গত ফেব্রুয়ারি মাসে। যার মাস্টার রোল নম্বর হল ৩১০৫২। ওয়ার্ক অর্ডার ৫ নং ওয়ার্ডে হলেও লেবার পেমেন্ট হয়েছে ৪নং ওয়ার্ডে। ৪২ জন লেবারের ১০ দিন করে মোট ৪২০ শ্রমদিবস ১৯০ টাকা হিসাবে প্রায় ৮০ হাজার টাকা পেমেন্ট করা হয়েছে। অভিযোগ ওই জায়গায় ভূমি সমতল করার কথা থাকলেও এক কোদাল মাটিও কাটা হয়নি ওই জায়গায়। এখনও জমির মধ্যখানে একটি বাঁশজাড় বর্তমান। তাছাড়া ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি ওই জমিতে কিছু মরিচ গাছের চারা লাগানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জমির মালিক পার্থ সাহা কে জিজ্ঞাসাবাদ করলে উনি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় চায়ের দোকানগুলোতে আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে এই দুর্নীতি।নিচুস্তরের পার্টি কর্মীরা একের পর এক দুর্নীতি সংগঠিত করলেও উর্দ্ধতন পার্টির নেতৃত্বরা বিষয়টিকে আড়াল করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ।