করোনাকালে আইপিএল : নেই কোনও উদ্বোধনী অনুষ্ঠান , প্রথম ম্যাচ মুম্বই বনাম ব্যাঙ্গালোরের
Apr 08, 2021ওয়েবডেস্ক , ০৮ এপ্রিল : মিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলছে শুক্রবার। মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শুক্রবারের উদ্বোধনী ম্যাচ, তবে এবার করোনা ভাইরাস পরিস্থিতিতে এই মেগা টুর্নামেন্টের কোনও উদ্বোধনী অনুষ্ঠান নেই। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই খেতাব রক্ষার লড়াইতে নামবে রোহিত শর্মার নেতৃত্বে। আইপিএলের ইতিহাসে ভারতের সফলতম অধিনায়কদের অন্যতম বিরাট কোহলি কিন্তু সেভাবে সফল নন। সবসময়েই মুম্বই , ব্যাঙ্গালোরের ওপর ভারি পড়ে। এখনও অবধি আইপিএলের ইতিহাসে ২৯ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তারমধ্যে মুম্বই ১৯ বার ম্যাচ জিতেছে। আরসিবি জিতেছে মাত্র ১০ বার। পরপর ২ বার করোনা ভাইরাসের কারণে আইপিএল ম্যাচ চলাকালীন মাঠে দর্শকরা থাকতে পারবেন না। ফলে আইপিএল ফ্যানদের পুরোপুরি নজর রাখতে হবে হয় মোবাইলে নয় টিভি পর্দায়। এবারের আইপিএল খেলা হবে চেন্নাই, মুম্বই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লি ও কলকাতায়। কিন্তু কোনও দলই নিজেদের হোমগ্রাউন্ডে কোনও ম্যাচ খেলবে না।